সিলেটে ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬

সিলেটে ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

Chatro-Ligue 1
সুরমা মেইল নিউজ : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান হাবিব খুনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালী মডেল থানায় ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন নিহত হাবিব ভাই কাজি জাকির হোসেন। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য জানিয়েছেন। এদিকে, বুধবার বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ওসি সোহেল জানান, মামলার আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে। উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে অভ্যন্তরিন দ্বন্দ্বের জের ধরে ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান হাবিবের উপর হামলা করে নিজ দলের নেতাকর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর মাউন্ট অ্যাডোরা হাসপাতালে স্থানাস্তর করা হয়। সেখানেই রাত সাড়ে ১১টায় মৃত্যু হয় হাবিবের। নিহত হাবিব কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীঘাট গ্রামের কাজি সিদ্দিকুর রহমানের ছেলে ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সে সিলেটের কানিশাইল এলাকায় একটি মেসে থেকে লেখাপড়া করত এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com