সিলেটে ছুরিকাঘাতে বৃদ্ধ আহত, মোয়াজ্জিন আটক

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৬

সিলেটে ছুরিকাঘাতে বৃদ্ধ আহত, মোয়াজ্জিন আটক

29333
সুরমা মেইল নিউজ : দক্ষিণ সুরমায় মসজিদের মোয়াজ্জিনের ছুরিকাঘাতে এক বৃদ্ধ আহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। মোয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। আহতের নাম হাজী আকবর আলী (৬০)।

আটককৃত মোয়াজ্জিন আব্দুল কাইয়ুম (২৬) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মির্জাপুর গ্রামের আব্দুল মনাফের পুত্র।

জানা যায়- বুধবার কাজিরখলা সুনামপুর জামে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান বরইকান্দি কাজিরখলা গ্রামের মৃত খুশিদ আলীর ছেলে ও বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাত আরম্ভ হওয়ার পর ঐ মসজিদের মোয়াজ্জিন আব্দুল কাইয়ুম (২৬) তাকে পিছন থেকে ধারালো ছুরি দিয়ে পিঠে ৪-৫টি আঘাত করে। সাথে সাথে আকবর আলী মাটিতে লুটিয়ে পড়লে নামাজে দাঁড়ানো মুসল্লিরা নামাজ ভেঙ্গে মোয়াজ্জিনকে আটক করতে সক্ষম হন এবং আহত আকবর আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে মোয়াজ্জিনকে গ্রেফতার করে নিয়ে আসেন। এসময় ঘটনাস্থল থেকে একটি ধারলো ছুরি উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com