সিলেটে জঙ্গি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে: ডিআইজি মিজানুর

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬

সিলেটে জঙ্গি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে: ডিআইজি মিজানুর

DIG
সুরমা মেইল নিউজ : সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান বলেন, সিলেটে জঙ্গিদের হামলার পরিকল্পনার নানা তথ্য পুলিশের কাছে রয়েছে। জঙ্গিদের পরিকল্পনার মধ্যে রয়েছে বিভিন্ন মাজার সংলগ্ন মসজিদ, শিয়া সম্প্রদায়ের মসজিদ, ওয়াজ মাহফিল ও শুক্রবার জুমার নামাজের জামাত চলাকালে হামলা করা।

তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে। তবে পুলিশের একার পক্ষে জঙ্গি কর্মকান্ড প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে। তিনি শনিবার সকাল ১১টায় সিলেট পুলিশ লাইনে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশ আয়োজিত জেলার আলেম ও মাশায়েখদের সাথে, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। তাই ইসলামের নামে যারা সন্ত্রাস করে, তারা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনারের সভাপতিত্বে ও সিনিয়র এসপি সুমন মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দীন ভুঁইয়া, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ভারপ্রাপ্ত পরিচালক ফরিদ উদ্দীন আহমদ, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. সাইফুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com