সিলেটে জজের স্বাক্ষর জালিয়াতির দায়ে যুবক আটক

প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৬

সিলেটে জজের স্বাক্ষর জালিয়াতির দায়ে যুবক আটক

images (1)

সুরমা মেইল নিউজ : সিলেটে খোদ বিচারকের স্বাক্ষর জাল করে থানায় জামিননামা দাখিলের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর উপশহর থেকে শাহীন আহমদ চৌধুরী নামের ওই জালিয়াতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহীন নগরীর মুন্সিপাড়ার ১৪নং বাসার মাহবুব আহমদ চৌধুরীর ছেলে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ।

ওসি সুহেল জানান- শাহীন একটি চেক জালিয়াতি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত। গত ১ জুলাই সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাহেদুল করিমের স্বাক্ষর জাল করে একটি জামিননামা কোতোয়ালী থানায় জমা দেয়।

জামিননামাটি সন্দেহজনক হওয়ায় তা যাচাইয়ের জন্য আদালতে প্রেরণ করা হয়। আদালত থেকে জানানো হয় শাহিন ওই মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং তার জামিন হয়নি। জামিননামায় যে স্বাক্ষর দেয়া হয়েছে তা বিচারক সাহেদুল করিমের নয়।

আদালত থেকে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপশহর থেকে শাহীনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি সুহেল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com