সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : পিস টিভি ও পিস স্কুল বন্ধের ঘোষণার পর এবার সিলেটের বাজারে ড: জাকির নায়েকের পিস মোবাইলের আমদানি বন্ধ হয়ে গেছে। তার বক্তব্য এবং বিভিন্ন ধরনের অ্যাপস সমৃদ্ধ এ মোবাইলটি বাজারে আসার শুরুর দিকে বেশ আলোড়ন তুলতে সক্ষম হয়েছিল।
জানা গেছে- বাজারে অন্যান্য মোবাইলের চেয়ে পিস মোবাইলের দাম বেশ চড়া ছিল। কিন্তু ধর্মীয় আবেগপ্রবন কাস্টমাররা দামের দিকে তাকান নি। ইসলাম ধর্মের অনেক জটিল বিষয় সহজেই বুঝতে পারবেন এমন প্রত্যাশাও ছিল ক্রেতাদের মাঝে।
পিস মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে তখন প্রচুর পিস মোবাইল চলেছে। তবে আবেগে ভাটা পড়তেও খুব একটা সময় লাগেনি। আস্তে আস্তে এ মোবাইলের চাহিদা কমতে থাকে।
রাজধানীর গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়ার পাশাপাশি পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেন। এক পর্যায়ে পিস মোবাইলের ব্যাবসা ও বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
মোবাইল ব্যবসায়ী ঐ সূত্রটি জানায়-বর্তমানে সিলেটে আর পিস মোবাইল আসছেনা।
নগরীর চায়না মার্কেটের এক ব্যবসায়ী জানান- ক’দিন আগেও কিছু কিছু কাস্টমার খোঁজ নিতেন। তবে সরকারের সিদ্ধান্তের পর এখন আর কেউ পিস মোবাইলের নাম মুখে নিচ্ছেন না। সরবরাহকারিরা ও এখন এ মোবাইল ব্যবসা থেকে বিরত রয়েছেন।
সিলেট নগরীর মোবাইল ফোনের মার্কেট হিসেবে বিখ্যাত বন্দর বাজারের করিম উাল্লাহ মার্কেট, জিন্দাবাজার এবং আম্বরখানা এলাকার কয়েকজন মোবাইল ব্যবসায়ী জানান, এ মোবাইলের ব্যবসা এখন সম্পূর্ণ বন্ধ। কাস্টমার চাহিদা না থাকাই তাদের দৃষ্টিতে মূল কারন।
Design and developed by ওয়েব হোম বিডি