সিলেটে জামায়াতের উত্তাপহীন হরতাল পালিত

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬

সিলেটে জামায়াতের উত্তাপহীন হরতাল পালিত

sylhet
সুরমা মেইল নিউজ : জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্র্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সিলেট ছিল একেবারেই নিরুত্তাপ। ঢিলেঢালাভাবে দলটির ডাকা হরতাল শেষ হয়েছে। হরতার চলাকালে সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। নাশকতা এড়াতে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা প্রস্তুত ছিল।বৃহস্পতিবার সকালে শুধু নগরীর কাজলশাহ এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। এ সময় তারা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এছাড়া আর কোথাও তাদের তৎপরতা ছিল না। উল্লেখ্য , বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর ফাঁসির দন্ড বহাল রাখে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় প্রদান করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com