সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫
অভিযুক্ত পুলিশ সদস্য, জুলাই যোদ্ধাকে জোর করে পুলিশ ব্যানে তোলার চেষ্টা ও জুলাই যোদ্ধা ইসলাম উদ্দিন। বাঁ থেকে
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ইসলাম উদ্দিনকে মারধরের ঘটনায় অভিযুক্ত অতিরিক্ত উপ পরিদির্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেজাউল করিম জানান, অভিযোগটি পাওয়ার সাথে সাথেই লামাবাজার ফাঁড়ির এএসআই জসিম উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট’র মিডিয়া সেলের সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান জানান- সিলেটের লামাবাজার এলাকায় শনিবার ফজরের নামাজের পর চায়ের দোকান খোলার কারণে লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই জসিমের নির্যাতনের শিকার হন লামাবাজার এলাকার গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ইসলাম উদ্দিন।
ফখরুল হাসান জানান, আহত ওই ব্যক্তি আন্দোলনের সময় আহত হয়ে বর্তমানে সিএনজি চালাতে না পেরে জীবিকা নির্বাহের জন্য একটি ছোট চায়ের দোকান চালান। প্রতিদিনের মতো শনিবার ফজরের পর দোকান খুললে এসআই জসিম এসে ‘এতো সকালে দোকান খোলা কেন?’ জানতে চেয়ে তাকে মারধর শুরু করেন।
এসময় জোর করে ভ্যানে তুলতে গেলে আহত ইসলাম উদ্দিন এএসআই জসিমকে অনুরোধ করে জানান- ‘আমি একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধা।’ আন্দোলনে আহত হওয়ার পর দীর্ঘসময় বসে থাকাতে অস্বচ্ছল হয়ে পড়েছি। তাই বাধ্য হয়ে এখানে চায়ের দোকান খুলেছি। আমাকে জেলে দিলে পরিবার না খেয়ে মরবে।
জবাবে এএসআই জসিম বলেন, ‘তুই জুলাই যোদ্ধা! তোরা তো পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালাইছিস’ এই বলে কিল, ঘুষি, থাপ্পড় মারতে মারতে গাড়িতে তোলার চেষ্টা করেন।
পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা এক কনস্টেবলের হস্তক্ষেপে এএসআই জসিম ও অন্যান্য পুলিশ সদস্য তাকে রাস্তায় ফেলে রেখে চলে যান। বর্তমানে আহত ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা কমিটি এবং জুলাইযোদ্ধাদের সহযোদ্ধারা। তারা বলেন, অনতিবিলম্বে এসআই জসিম ও কনস্টেবলকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
(সুরমামেইল/এমকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি