সিলেটে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতীকী গণস্বাক্ষর

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

সিলেটে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতীকী গণস্বাক্ষর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় উদ্যোগে আহতেদের চিকিৎসা ও পঙ্গুত্ব বরণকারীদের পুনর্বাসন করে দেওয়ার দাবিতে প্রতীকী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

 

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘প্ল্যাটফর্ম ফর জুলাই জাস্টিস’, সিলেটের উদ্যোগে এই প্রতীকী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেটের এমসি কলেজে শিক্ষার্থী মিসবাহ খান, সিলেট লিডিং ইউনিভার্সিটির তাশদীদ ও সিলেট লিডিং ইউনিভার্সিটির সুয়েবসহ অন্যান্য শিক্ষার্থীরা।

 

Manual8 Ad Code

এ সময় বক্তারা বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মদানের মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচারের কার্যকর উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না। ফলে আমরা দাবি করছি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারিক কার্যক্রমের মধ্যে দিয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। পাশাপাশি আহতদের সরকারি উদ্যোগে চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং পঙ্গু হয়েছেন যারা তাদের রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে হবে। তা না হলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code