সুরমা মেইলঃ সিলেটের গোয়াইনঘাটে পাথরবাহী ট্রাক্টরের চাপায় ফাতেহা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ফাতেহা আক্তার উপজেলার কুড়িখলা গ্রামের আতাউর রহমানের মেয়ে। সে স্থানীয় বঙ্গবীর কওমি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী।
জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার ছুটির পর বাড়ি ফেরার পথে বঙ্গবীর নামক স্থানে আসার পর হাদার পাড় থেকে সালুটিকরের উদ্দেশ্যে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ঘটনাস্থল পরিদর্শন করে।