সিলেটে ট্রেন দুর্ঘটনা: দায়িত্বরত দুজন বহিষ্কার, তদন্তে দুটি কমিটি গঠন

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

সিলেটে ট্রেন দুর্ঘটনা: দায়িত্বরত দুজন বহিষ্কার, তদন্তে দুটি কমিটি গঠন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রেনে দায়িত্বরত দুজনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

দুর্ঘটনার পর মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

 

Manual3 Ad Code

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকা এ কমিটি গঠন করেন।

 

কমিটির সদস্যরা হলেন- রেলওয়ের ঢাকা অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী। এই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

এদিকে এ দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস-এ দায়িত্বরত দুজন কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। বহিস্কৃতরা হলেন- দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেসের লোকো মাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোকো মাস্টার জহিরুল ইসলাম নোমান।

 

এ দুর্ঘটনায় সারাদেশের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। তবে লাইনচ্যুত বগি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে লাইন সচল হয়। এরপর আটকে পড়া ‘কালনী এক্সপ্রেস’ মোগলাবাজার থেকে ঢাকার উদেশে ছেড়ে যায় বলে সিলেট রেল স্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম জানিয়েছেন।

 

Manual2 Ad Code

এরআগে সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একাধিক বগি মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা একটি লাইন সচল করলে আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার চালু হয়।

 

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সিলেট রেল স্টেশনের ম্যানেজার নরুল ইসলাম জানিয়েছেন।

Manual4 Ad Code

 

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগি উদ্ধার করবে। আজকের মধ্যে লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।

 

সংশ্লিষ্ট কর্মী ও স্থানীয়রা অভিযোগ করেন, মোগলাবাজার রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে সিগন্যাল অমান্য ও বাড়তি গতির কারনে এ দূর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার উর্মি রায় জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ ৬-৭ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তারা গুরুতর আহত হননি কোনো যাত্রী।

 

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code