সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে একটি বাড়ি থেকে সুমাইয়া জান্নাত সুমি নামে এক প্রবাসীর স্ত্রীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার ভোরে সিলেট নগরীর শাহজালাল উপশহর ই-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের শাহ মইনুর রহমানের মেয়ে।
জানা গেছে, নিহত সুমাইয়া কিছুদিন আগে ওই বাসা ভাড়া নেন। ভাড়া নেয়ার সময় তার স্বামী ফ্রান্স প্রবাসী বলে মালিককে জানিয়েছিলেন। বাসায় তিনি বেশিরভাগ সময় একাই বাসায় থাকতেন। মাঝে-মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেওয়া হয়। বুধবার ভোরে দরজা ভেঙে গলিত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, মরদেহটি গলে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তিনি আরো বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য জানতে কাজ করছে পুলিশ।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি