সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১২

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১২

ওসমানীনগর সংবাদদাতা :
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের চালকসহ অন্তত ১২ জন যাত্রী।

 

শনিবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে

 

নিহতের নাম রাজু আহমদ (২৬)। তিনি  ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায় বলে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

 

ওসি বলেন, ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিক বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুই বাসের চালক ও যাত্রীসহ ১২ জন আহত হয়েছেন।

 

ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com