সিলেটে পংকজ হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

সিলেটে পংকজ হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আলোচিত পংকজ কুমার হত্যা মামলার অন্যতম পলাতক আসামী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় র‍্যাব-৯’র একটি দল সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত রফিক আলী (৪২) বিশ্বনাথ উপজেলার শাহজিরগাঁও এলাকার আরজান আলীর পুত্র ও উপজেলা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

 

তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সিলেট নগরীর ক্বীন ব্রীজ সংলগ্ন এলাকায় ছাত্র-জনতা কোটা বিরোধী আন্দোলনরত অবস্থায় ছিলেন। এ সময় আওয়ামী সরকারের সমর্থকরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এলোপাতাড়ি আক্রমণ ও গুলি করতে থাকে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থী পংকজ কুমারের পেটে গুলি লেগে ঘটনাস্থলে নিহত হন।

 

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে এসএমপি কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার এফআইআর নং-৩৩/৩৮৮, তারিখ: ২৮ আগস্ট ২০২৮ খ্রি:।

 

গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব-৯।

 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামীকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com