সিলেটে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

সিলেটে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বুধবার সকাল থেকে বিভিন্ন সংগঠন নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসোধে পুষ্পস্তবক অর্পন করে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাসদ, বাসদ, সিলেট প্রেসক্লাব, বাকবিশিস, জাসাসসহ বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সকাল থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।

দিবসটি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গোলাম শাহী আলম এবং রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com