সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর মদিনা মার্কেট হাওলদারপাড়ায় প্রধান শিক্ষকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে (সোমবার দিবাগত রাত) এ ডাকাতি হয়। জানা য়ায়, মঙ্গলবার রাত ৩টার দিকে মদিনা মার্কেট হাওলদারপাড়াস্থ সুরমা ব্লক ৪৮নং বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। কালিবাড়ি সিটি মডেল স্কুলের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরীর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা তার পরিবারের সবাইকে বেঁধে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আশরাফুল ইসলাম চৌধুরী জানান, ৭-৮ জনের মুখোশধারী ডাকাতদল বাসার গেইটের তালা এবং ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে এক কক্ষে জড়ো করে হাত, পা ও মুখ বেঁধে রাখে। পরে চাবি নিয়ে আলমিরা খুলে ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা, ৮টি মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি (তদন্ত) শ্যামল দত্ত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি