সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ৪২২ ভারতীয় চিনি উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চিনি পরিবহনে জড়িত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ধাওয়া করে শাহপরান (রহ.) থানাধীন সুরমা বাইপাসের মুরাদপুর এলাকা থেকে ট্রাক আটক করা হয়।
পরে ট্রাকটি তল্লাশী করে ৪২২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৪ লাখ ৮১ হাজার ৩৬০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহী জেলার বাঘা থানাধীন পীরগাছা গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে শারুক (২৮), একই গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে মোঃ ইমন হোসেন (১৯) ও সিলেটের গোয়াইনঘাট থানাধীন লামাফতেহপুর গ্রামের মৃত আবরু মিয়ার ছেলে মোঃ আজির উদ্দিন (৫৪)।
বুধবার সন্ধ্যায় বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি