সিলেটে বজ্রপাতে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৯ দোকান

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪

সিলেটে বজ্রপাতে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৯ দোকান

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বজ্রপাত থেকে আগুন লেগে নয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (০৯ জুন) ভোর ৬টার দিকে নগরীর সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুরা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, বজ্রপাতে প্রথমে একটি দোকানে আগুন ধরে যায়। পরে আগুন আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও নয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন, বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া নগরীর আখালিয়া এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, গ্যাসের লাইন থেকে আগুন লেগেছে বলে আপাতত জানা গেছে। আমাদের টিম সেখানেই রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

(সুরমামেইল/এমকেএইচ)


 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com