সিলেটে বজ্রপাতে কলেজ শিক্ষার্থী ও দিনমজুর নিহত

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

সিলেটে বজ্রপাতে কলেজ শিক্ষার্থী ও দিনমজুর নিহত

বজ্রপাতে নিহত আনছার আলীর নিথর দেহ ও কলেজ শিক্ষার্থী রেদওয়ান আহমদ (২২)’র ফাইল ছবি।


নিজস্ব প্রতিনিধি :
সিলেটের বটেশ্বর ও বিশ্বনাথে বজ্রপাতে কলেজ শিক্ষার্থী ও এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছেন আরও একজন।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে ও সিলেট সদর উপজেলার খাটিমারা গ্রামের একটি হাওয়ারে এ ঘটনা ঘটে।

 

নিহত রেদওয়ান আহমদ (২২) সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ও ওই গ্রামের ওলিউর রহমানের ছেলে। আহত হয়েছেন নিহতের ছোট ভাই সুফিয়ান।

 

জানা গেছে- রোববার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের একটি হাওরে ছোট ভাইকে সাথে নিয়ে মাছ শিকারে যান শিক্ষার্থী রেদয়ান আহমদ। এ সময় বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়, আহত হন সাথে ছোট ভাইও।

 

বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দশঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

 

এদিকে, রোববার সকালে সিলেট শহরতলীর বটেশ্বরস্থ খাটিমারা গ্রামের একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন মো: আনছার আলী (৬৫) নামের এক দিন মজুর। তিনি ওই গ্রামের বাসিন্দা।

 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো: নিজাম উদ্দিন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com