সিলেটে বাসচাপায় প্রাণ হারালও প্রথম শ্রেণীর স্কুলছাত্রী

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

সিলেটে বাসচাপায় প্রাণ হারালও প্রথম শ্রেণীর স্কুলছাত্রী

road-accident-290x155
সুরামা মেইল নিউজ : সিলেট-সুনামগঞ্জ সড়কের গোপাল নামক স্থানে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝর্ণা আক্তার (৬) সদর উপজেলার গোপাল গ্রামের সিএনজি অটোরিকশা চালক নুর আলীর মেয়ে। সে গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস (সিলেট ব-৬০০৬) গোপাল নামক স্থানে এসে স্কুলছাত্রী ঝর্ণাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় ঝর্ণা। এসময় বাসচালক ও হেলপার পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্দ স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে নগরীর জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে দেয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com