সিলেটে বাসের ধাক্কায় দশম শ্রেণির স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬

সিলেটে বাসের ধাক্কায় দশম শ্রেণির স্কুলছাত্রী নিহত

www
সুরমা মেইল নিউজ : সিলেটের লালাবাজার এলাকায় বাসের ধাক্কায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আসমা বেগম (১৫)

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া উদ্দেশ্যে রাস্তার পাশে অপেক্ষা করছিল আসমা। এ সময় দ্রুত গতিতে আসা একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে স্কুল ছাত্রীকে ধাক্কা এ সময় সে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত আসমা সিলেট পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম আলতাফ হোসেন। তিনি চতুর্থ শ্রেণির সরকারী কর্মচারী হিসেবে ওই এলাকায় কর্মরত।

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসমার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাতবাজ দুদাল এলাকায় বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com