সিলেটে বিএনপি হাই কমান্ডে চিঠি

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৬

সিলেটে বিএনপি হাই কমান্ডে চিঠি

4564545
সুরমা মেইল নিউজ : দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য নির্বাহী কমিটির পাশাপাশি তৃণমূলের প্রস্তাব নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত রবিবার কেন্দ্রীয় বিএনপি থেকে সকল সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি পেয়ে প্রস্তাবনা পাঠিয়েছে সিলেট জেলা বিএনপি। তবে মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা পাঠানোর বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সিলেট জেলা এবং মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। গঠনতন্ত্র অনুসারে সম্মেলনে দলের গঠনতন্ত্র সংশোধনের বিধান রয়েছে। বিধান অনুসারে জাতীয় সম্মেলনে যে কোনো সদস্য লিখিত আকারে গঠনতন্ত্র সংশোধনে প্রস্তাব করতে পারবেন। সে অনুযায়ী জেলা ও মহানগর কমিটির পাশাপাশি এসব কমিটির অধীন সব ইউনিটকে দলের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব আগামী পহেলা মার্চের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর কেন্দ্রীয় দফতরে পাঠাতে হবে।’ জানা গেছে, তৃণমূল থেকে পাঠানো প্রস্তাবনা যুক্তিসংগত হলে তা বিএনপির গঠনতন্ত্র সংশোধন কমিটি বিবেচনা করে গঠনতন্ত্রে সংযোজনের প্রস্তাব দেবে। দলটির দুই-তৃতীয়াংশ কাউন্সিলর এসব প্রস্তাবনার পক্ষে সায় দিলে তা দলের গঠনতন্ত্রে সংযুক্ত হবে। এদিকে, গত রবিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর এসে পৌঁছায়। চিঠি পাওয়ার পর সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে গঠনতন্ত্রে সংশোধনী সংক্রান্ত প্রস্তাবনা উল্লেখ করে ফিরতি চিঠি পাঠানো হয়েছে। এব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে চিঠি পাওয়ার পর প্রস্তাবনা কেন্দ্রে পাঠানো হয়েছে।’তবে কি কি প্রস্তাবনা দেয়া হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি জেলা বিএনপির নবনির্বাচিত এ শীর্ষ নেতা।সিলেট মহানগর বিএনপিও অনুরূপ চিঠি পেয়েছে। তবে এব্যাপারে এখনো কোনো প্রস্তাবনা পাঠানো হয়নি। চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। তবে প্রস্তাবনা শিগগির পাঠানো হবে, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com