সিলেটে বিজিবির পৃথক অভিযানে ৬ হাজার ২শ’ কেজি ভারতীয় চিনি উদ্ধার

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ৬ হাজার ২শ’ কেজি ভারতীয় চিনি উদ্ধার

জব্দকৃত ভারতীয় চিনি। ছবি : সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক :
বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) পৃথক অভিযানে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা থেকে ৬ হাজার ২শ’ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

 

জানা গেছে, রোববার সকালে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন আলু বাগান নামক স্থানে অভিযান চালায়। এ সময় ৩১০০ কেজি ভারতীয় চিনি ও ১টি ডিআই পিকাপ মালিকবিহীন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৬৫ হাজার টাকা।

 

একই দিন সকালে ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন লাল গাং রাস্তা নামক স্থান থেকে অভিযান চালিয়ে ২৮০০ কেজি ভারতীয় চিনি মালিকবিহীন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

 

অপরদিকে, ৪৮ বিজিবির তামাবিল বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন তামাবিল পোর্ট নামক স্থান হতে অভিযান চালিয়ে ৩০০ কেজি ভারতীয় চিনি মালিকবিহীন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com