সিলেটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

সুরমা মেইল ডটকম :: সিলেটে বিট পুলিশিং সভা গতকাল শুক্রবার রাত ৮টায় পায়রা সমাজ কল্যাণ সংঘের সহযোগিতায় সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ডা. এম এ সালামের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই চন্দ্রশেখর বড়ুয়ার পরিচালনায় পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নুরুল হুদা আশরাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই গোলাম মোস্তফা, সহকারি বিট কর্মকর্তা এএসআই সামসুদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যাণ সংঘের অর্থ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সহ সভাপতি মুফতি আব্দুল খাবির, সিনিয়র সহ সভাপতি ও আয়কর উপদেষ্টা মাহমুদুল হক মাসুম, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গির আহমদ, বিজ্ঞ আইনজীবী আলিম মোস্তফা প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) মিনার গেইট (যাহা পূবালী ব্যাংকের সম্মুখে) লোহার তৈরী বেরিকেট সরানোর বিষয়ে তৎকালীন পুলিশ কমিশনারকে অবগত করা হয়েছে। উক্ত বেরিকেটটির কারনে উক্ত এলাকার ছেলেমেয়েদের স্কুল কলেজে যাতায়াত, রোগীদের দ্রুত মেডিকেলে নেওয়ার সময় এবং দেশ-বিদেশ হতে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের হযরত শাহজালাল (রহ.) দরগাহে স্বাচ্ছন্দে প্রবেশে ব্যাঘাত ঘটছে বলে উল্লেখ করে বক্তারা সিএনজি স্ট্যান্ড না বসানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com