সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

সোমবার (২০ জানুয়ারি) পৌণে ৮টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন তেমুখি পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তার হেফাজতে থাকা ৪৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব-৯, সিপিএসি কোম্পানীর একটি আভিযানিক দল।

 

গ্রেপ্তারকৃতের নাম: মোঃ আমির হোসেন (৩৯)। সে শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানাধীন মনুয়া গ্রামের মো: সেকান্দারের ছেলে।

 

জব্দকৃত বিদেশি মদসহ আমির হোসেনকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com