সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট কয়েক ঘন্টার প্রবল বর্ষণে সিলেট নগরীতে প্রবল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই অঝোর ধারায় সিলেটে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে পুরো নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এরইমধ্যে হয়ে গেছে ভূমিকম্প। বেলা পৌনে ২টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের স্থায়িত্ব ৩-৪ সেকন্ড ছিল। তবে ঠিক কতো মাত্রার ভূকম্প হয়েছে, তা জানাতে পারেনি সিলেট আবহাওয়া অফিস।
দেখা যায়, নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, ছড়ারপার, উপশহর, সোনাপাড়া, যতরপুর, রায়নগর, মাছিমপুর, তালতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, ভাতালিয়া, বিলপাড় এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে, প্রবল বর্ষণের ফলে নগরীর ভিবিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে সকাল থেকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর। বৃষ্টির কারণে যান চলাচলও বন্ধ হয়ে পড়েছে। নগরীর অনেক এলাকায় চালের দোকান, মুদি দোকানে পানি ঢুকে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার দেখা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি