সিলেটে ‘মিছিল করায়’ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

সিলেটে ‘মিছিল করায়’ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করায় হাফিজুর রহমান জাবের নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৫ মার্চ) মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

এরপূর্বে তথ্য প্রযুক্তির সতায়তায় মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকায় আত্মগোপনে থাকা জাবেরকে গ্রেপ্তার করে এসএমপির কোতোয়ালী থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান জাবের (২৫), মৌলভীবাজারের বড়লেখা থানাধীন বর্ণি, সতপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। সে  বর্ণি সতপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।

 

পুলিশ জানায়- গত ২৩ মার্চ ভোর সোয়া ৫টায় সিলেট মহানগরীর নাইওরপুল এলাকায় ২০ থেকে ২৫ জন মিলে একটি মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

 

পরবর্তীতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে মিছিলে অংশগ্রহনকারীদের সনাক্ত করা হয় এবং আসামীদের গ্রেপ্তারের জন্য সাড়াশী অভিযান পরিচালনা করে পুলিশ।

 

পরে তথ্য প্রযুক্তির সতায়তায় অভিযান চালিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকায় আত্মগোপনে থাকা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান জাবেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার কাছ থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।  ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com