সিলেটে যুব মৈত্রী’র কর্মী সমাবেশ সম্পন্ন

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৬

সিলেটে যুব মৈত্রী’র কর্মী সমাবেশ সম্পন্ন

Warkars
সুরমা মেইল নিউজ: বাংলাদেশের ওয়াকার্স পার্টির যুব সংগঠন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সভাপতি মোস্তফা আলমগীর রতন বলেছেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে যুব অধিকার আদায় করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে তিনি শুক্রবার সন্ধ্যায় ধোপাদিঘীরপারস্থ পৌরবিপনী মার্কেট প্রাঙ্গণে বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন বলেন, যুব সমাজকে মৌলবাদী জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বেকারত্ব ও অপরাজনীতিতে যুব সমাজকে ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর সভাপতি হিমাংশু মিত্র’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়াকার্স পার্টি কেন্দ্রিয় কমিটির অন্যতম সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী বলেন, পূজিবাদী রাষ্ট্র ব্যবস্থা যুব সমাজকে বিভ্রান্ত করছে, বেকারত্বের ফলে যুবকরা মাদকাসক্ত সহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। বাংলাদেশ যুব মৈত্রী সেসব পিছিয়ে পড়া যুবকদের ঐক্যবদ্ধ করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। সভায় অন্যান্য বক্তারা যুব কর্মসংস্থান বৃদ্ধি, নিয়োগ বাণিজ্য, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াকার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সিপিবি সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুবলীগ সিলেট জেলা সভাপতি শামীম আহমদ, যুবধারা সিলেটের আহ্বায়ক সজল রায়, বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সাধারণ সম্পাদক কাজী আলকাজ হোসেন, ছাত্র মৈত্রী সিলেট জেলা সভাপতি স্বপন দাস, তৃণমুল নারী উদ্যোক্ত সোসাইটি প্রাসরুটন, সিলেট জেলা সভাপতি সুষমা সুলতানা রুহি, যুব মৈত্রী সিলেট মহানগর সহ-সভাপতি শামীম মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী সিরাজুন্নেছা জেবু, শাহানা আক্তার নয়ন, যুবনেতা আলমগীর হোসেন, আব্দুল্লাহ খোকন প্রমুখ। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com