সিলেটে রিকশা পেইন্টারের খোঁজে মাহি

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

বিনোদন ডেস্ক :: নায়ক রাজ্জাক, জসিম, সালমান শাহ, রুবেল এমনকি নায়িকা শাবানা, মৌসুমি, পপি, শাবনুরের মত তারকাদের ছবি আঁকা থাকত রিকশার পেছনে। তাদের ছবির নাম ও ছবির কোন রোম্যান্টিক বা ট্র্যাজেডিক দৃশ্য আঁকা থাকত সেখানে। ৭০-৮০ দশক থেকে শুরু হয়া এই শিল্পকর্মটি এক সময় আমাদের সংস্কৃতির অংশে পরিণত হল।

চলচ্চিত্রের প্রভাব কমার সাথে সাথে এই শিল্পের চর্চাও কমতে থাকে। ঢাকায় এখন আর রিকশার পেছনে এই হাতে আঁকা ছবি আর দেখা যায় না। কিন্তু সিলেটে এর প্রচলন এখনো রয়েছে।

এদিকে একটি রিকশার পেছনে আঁকা ছবি দেশের শীর্ষ নায়িকা মাহিয়া মাহিকে মুগ্ধ করেছে। তিনি একটি রিকশার পেছনে আঁকা দেখতে পান তার অভিনীত ‘পোড়া মন’ ছবির পোস্টার।

thumb_6852_522x341_0_0_crop

‘গোলাপতলীর কাজল’ ছবির শুটিংয়ে মাহি এখন সিলেটে। সেখানেই তার চোখে পড়েছে ওপরের ছবিটি।
মুঠোফোনের ক্যামেরায় ছবিও তুলে নিলেন। উচ্ছ্বসিত মাহি বলেন, ‘এটা অভিনয়জীবনের সেরা পাওয়া। ছোটবেলায় রিকশার পেছনে দেখেছি হাতে আঁকা জনপ্রিয় তারকাদের ছবির পোস্টার।

নিজের রিকশা পেইন্ট দেখে আমি বিস্মিত। নিখুঁত এঁকেছেন শিল্পী। আর এই রিকশার মিস্ত্রী রেজাউল মিস্ত্রি। আমি ঐ শিল্পীকে পুরস্কৃত করতে চাই। কেউ যদি খোঁজ দিতে পারেন তাহলে আমি তার সঙ্গে যোগাযোগ করব।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com