সিলেটে র‌্যাব’র অভিযানে আ’লীগ নেতা নেছার গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

সিলেটে র‌্যাব’র অভিযানে আ’লীগ নেতা নেছার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
র‌্যাপীড এ্যাকশন ব্যাটায়িলনের (র‌্যাব) অভিযানে সিলেটে আওয়ামী লীগ নেতা নেছার আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন যুগীরগাঁও বলাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯, সদর কোম্পানী’র আভিযানিক দল।

 

গ্রেপ্তারকৃত নেছার আহমদ (৪০) জালালাবাদ থানাধীন মিরেরগাঁও গ্রামের আকরম আলীর ছেলে। তিনি মোগলাগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের পর তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: মশিহুর রহমান সোহেল।

 

তিনি জানান- জালালাবাদ থানার দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি নেছার আহমদ। থানার এফআইআর নং-৭/১২৬, তারিখঃ ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ।

 

এ মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-৯’র ওই মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com