সিলেটে র‌্যাব-৯’র অভিযান: বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

সিলেটে র‌্যাব-৯’র অভিযান: বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে র‌্যাপীড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ও বিদেশী মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ ফেব্রয়ারি) দিবাগত রাতে সিলেটের গোলাপগঞ্জ ও কোম্পানীগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর আভিযানিক দলের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ৭১০ বোতল ফেন্সিডিল, ৩৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৯ বোতল বিদেশী মদ ও ৭০ বোতল বিয়ার জব্দ করা হয়।

 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো: মশিহুর রহমান সোহেল।

 

র‌্যাব জানায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ বোতল বিদেশী মদসহ মো: এনামুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

 

গ্রেপ্তারকৃত মো: এনামুল হক (২৬) কুমিল্লা জেলার বড়–য়া থানাধীন মুদারগঞ্জ গ্রামের, বর্তমানে সে দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী মোমিনখোলা এলাকায় বসবাস করে আসছে।

 

এছাড়া একই রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৭১০ বোতল ফেনসিডিল, ৩৮৮৫ পিস ইয়াবা, ১৪৩ বোতল বিদেশী মদ এবং ৭০ বোতল বিয়ারসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

 

তারা হলো- হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন রোস্তমপুর গ্রামের মো: মিজান (৩০) ও পাঞ্জারাই গ্রামের মো কাবিল মিয়া (৩৪)।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বলে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com