মেস থেকে শাবি ছাত্রের ঝুলন্ত লাশ ‍উদ্ধার

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

মেস থেকে শাবি ছাত্রের ঝুলন্ত লাশ ‍উদ্ধার

images

সুরমা মেইল নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  দিবাগত রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বড়গুল এলাকা থেকে বিশ্বজিৎ মল্লিক নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। বিশ্বজিৎ মল্লিক বন ও পরিবেশ বিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। সে ক্যাম্পাসের পার্শ্ববর্তী বড়গুল (টিলারগাও) এলাকায় মেসে থাকতেন।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের খবরে তারা ঘটনাস্থলে এসে বিশ্বজিতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে তারা।

জালালাবাদ থানার এসআই এনামুল হাসান জানান- বিশ্বজিতের বাবার নাম যাদব মল্লিক। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামে তাদের বাড়ি।  ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিশ্বজিতের সঙ্গে একই রুমে থাকতেন তাপস ও রনি নামের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের দুই ছাত্র। ঘটনা সম্পর্কে তারা বলেন, দুপুরেই তারা রুম থেকে বের হয়ে যান। এসময় বিশ্বজিত রুমেই ছিলো। রাত দশটার দিকে অনেক ধাক্কাধাক্কির পরও দরজায় কোনো সাড়া শব্দ না পেয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয়।

মেসের অন্যান্য সদস্যরা জানান, বিশ্বজিত প্রায় একবছর যাবত এই মেসে থাকে। তবে তার আচরণে কখনো মনে হয় নি সে আত্মহত্যা করতে পারে। অনেকটা অর্ন্তমুখী এই শিক্ষার্থী কারো সঙ্গে খুব একটা মিশতেন না বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com