সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলার পর থেকে দেশব্যাপী জনগণের নিরাপত্তা নিশ্চিতের কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এর বাইরে নয় সিলেটও।
বৃহস্পতিবার ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য পবিত্র ঈদের জামাত গোপণে ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি করা হবে। এজন্য ময়দানসহ শাহী ঈদগাহের আশপাশের এলাকাতে পর্যাপ্ত সংখ্যক গোপণ ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উলাহ বলেছেন, মুসলিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শাহী ঈদগাহ ময়দানসহ আশেপাশে বিভিন্নস্থানে পর্যাপ্তসংখ্যক গোপণক্যামেরা স্থাপন করা হয়েছে। ঈদের জামাতের শুরু পূর্ব থেকে শেষ হওয়া পর্যন্ত পুরোটা সময় ঈদগাহ ময়দান ও আশোপাশের এলাকা থাকবে নজরদারিতে।
Design and developed by ওয়েব হোম বিডি