সিলেটে সিসিক প্রকৌশলীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি: আটক ২

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬

সিলেটে সিসিক প্রকৌশলীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি: আটক ২

D D

সুরমা মেইল নিউজ : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) এক প্রকৌশলীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে বাসার একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ডলারসহ অর্ধকোটি টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে দুজনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার ভোর রাতে রূপসা আবাসিক এলাকার সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিনের বাসায় একদল ডাকাত হানা দিয়ে প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মালামাল লুট করে নেয়।

বাসার লোকজনের বরাত দিয়ে বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন জানান, সংঘবদ্ধ ডাকাতদল ওই বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে ৮০ ভরি স্বর্ণ, এক হাজার আমেরিকান ও কানাডিয়ান ডলার, নগদ লক্ষাধিক টাকা ও ১১টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে।  খবর পেয়ে সকালেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে তিনি তাদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে সোমবার সকালে বাসায় ফেরার পর বাসায় এসে শুনি ডাকাতি হয়েছে। ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে বেঁধে বাসার আলমিরা ও লকার ভেঙে বাসার লোকজনকে বেধে মালামাল নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com