সিলেটে সুটকেসের ভেতরে শিশুর লাশ

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬

সিলেটে সুটকেসের ভেতরে শিশুর লাশ

child-killed

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকা থেকে সুটকেসের ভেতর বন্দি এক ‘অজ্ঞাতপরিচয়’ শিশুর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মদিনা মার্কেটের পনিটুলা সংলগ্ন ব্রিজের নিচ থেকে সুটকেস তোলার পর তাতে ওই শিশুর লাশ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, ওই ব্রিজের নিচের পানিতে একটি সুটকেস ভাসতে দেখে কয়েক শিশু। সেটি টেনে তোলার পর ভেতরে প্রায় আট বছর বয়েসি শিশুটির লাশ পাওয়া যায়। শিশুর গায়ে ছিল ফুলহাতা কালো গেঞ্জি। পরনে সাদাকালো চেকের পেন্ট। স্থানীয়রা জালালাবাদ থানা পুলিশকে খবর দিলে বেলা দেড়টার দিকে তারা মরদেহ উদ্ধার করে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com