সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় সোয়া কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাচালানের পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি জানায়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দ, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, সোনারহাট এবং সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা বিওপির টহলদল অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আসা কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ জব্দ করে।
জব্দকৃত পশুসহ অন্যান্য পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।
(সুরমামেইল/এমকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি