সিলেটে স্বর্ণের দোকানে ডাকাতিকালে আটক ৩

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৫

সিলেটে স্বর্ণের দোকানে ডাকাতিকালে আটক ৩

Dakat Sylhet 1

 

সুরমামেইল ডটকম: সিলেট নগরীর আম্বরখানায় স্বর্ণের দোকানে ডাকাতিকালে তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (২৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আম্বরখানা বরকতিয়া মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আম্বরখানায় মা জুয়েলার্সের দোকানের দেয়াল কেটে চুড়ির চেষ্টা করে সংঘবদ্ধ একদল ডাকাত। বিষয়টি টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ডাকাতদের ধাওয়া করে তিনজনকে আটক করে গণধোলাই দেয়।

আটকরা হলেন- জাকির হোসেন (৩০), ইউসুফ আলী (৩০) ও জামাল ফকির (৩৫)।

খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কবল থেকে তিন ডাকাতকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ তিন ডাকাতকে আটকের কথা নিশ্চিত করে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com