সিলেটে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৫

সিলেটে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
dol
সুরমা মেইলঃ স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব -উন-নবী খান সোহেল’র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর  স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর বারোটায় সিলেট নগরীর মিরাবাজারে সিলেট-তামাবিল সড়কে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল।মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের জনপ্রিয় নেতাদেরকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিতভাবে জঙ্গি নামক কাল্পনিক কাহিনি সৃষ্টি করে হয়রানি করা হচ্ছে। বক্তারা বলেন, জঙ্গির সঙ্গে সরকারের একটি অংশ ও বিশেষ বাহিনীর লোক জড়িত। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দেশে যে ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে এগুলো জঙ্গিদের চেয়ে কোন অংশে কম নয়। সুতরাং যে দেশে যুবলীগ, ছাত্রলীগের মতো সন্ত্রাসীরা আছে  সে দেশে জঙ্গিদের আর প্রয়োজন কি? বক্তরা অবিলম্বে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব -উন-নবী খান সোহেল’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করার দাবী জানান।

জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আব্দুস সহিদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে  উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ,  স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল হান্নান,  রায়হাদ বকস রাক্কু, দিলোওয়ান হোসেন চৌধুরী, দেওয়ান নিজাম খান, আকবর হোসেন কয়সর, সাজ্জাদুর রহমান  সাজু, আজিজুর রহমান সুমন, শামীম আহমদ, আতিকুল ইসলাম নাঈম, জুবায়ের আহমদ,  শফিকুল হক শামীম, রুমান আহমদ,  সাজ্জাদ আহমদ, ইকবাল হোসেন, আবু সুফিয়ান তাহের প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com