সিলেটে ‘হিট স্ট্রোকে’ বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

সিলেটে ‘হিট স্ট্রোকে’ বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ‘হিট স্ট্রোকে’ ত্রিপেশ রায় (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

বুধবার (৩১ মে) বিকাল ৩টার দিকে নগরীর বন্দরবাজারের লালবাজারস্থ লাভলী রেষ্টুরেন্টের সামনের রাস্তা থেকে তার লাশ লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে লালবাজারে রাস্তার পাশে ক্রিপেশ রায়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অতিরিক্ত গরমে ওই ব্যক্তি মৃত্যু হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com