সিলেটে ৪১ লাখ টাকার ভারতীয় চিনি ও জিরা উদ্ধার

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

সিলেটে ৪১ লাখ টাকার ভারতীয় চিনি ও জিরা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬৯০ বস্তা ভারতীয় চিনি ও জিরা উদ্ধার করা হয়েছে। এছাড়া ভারতীয় পণ্য পরিবহনের দায়ে ৬টি ট্রাক জব্দ করা হয়।

 

বুধবার (৬ নভেম্বর) ভোরে সিলেট বিমানবন্দর সড়কের চৌকিদেখি এলাকাস্থ ন্যাশনাল টি-গার্ডেন’র সামনে চেকপোষ্টে ধরা পড়ে ৬টি ট্রাক ভর্তি এসব অবৈধপণ্য। তবে ট্রাকগুলোর চালক ও হেলপাররা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।



পরে ট্রাকগুলো তল্লাশী করে ৬৯০ বস্তা চিনি ও জিরা উদ্ধার করা হয়। চিনির বাজার মূল্য ৪০ লাখ ৫৭ হাজার ২শ’ টাকা ও জিরা ৬০ হাজার টাকা।  সর্বমোট ৪১ লাখ ১৭ হাজার ২শ’।

 

গ্রেপ্তারকৃতের নাম মোঃ হাসান (১৯)। তিনি সুনামগঞ্জের দিরাই থানাধীন নগদিপুর গ্রামের মোঃ জমির হোসেনের ছেলে। সে আটক ৬টি ট্রাকের মধ্যে একটির হেলপার।

 

বুধবার রাতে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামী ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় মামলা দায়ের (মামলা নং-০৫, তাং-০৬/১১/২০২৪ খ্রিঃ) দায়ের করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com