সিলেটে ৪৪ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

সিলেটে ৪৪ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪৪ লক্ষ টাকার ভারতীয় চিনির চালানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর বাইপাসের মুরাদপুর দুই কার্গো ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগের টিম-০১।

 

গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহী জেলার এয়ারপোর্ট থানা এলাকার দুয়ারি গ্রামের মোঃ মইন উদ্দিনের ছেলে ট্রাক চালক মোঃ স্বপন ইসলাম (৩২), একই গ্রামের মোঃ বদুদ জামানের ছেলে ট্রাকের হেলপার মোঃ শাহজাহান (২৭), পাবনা জেলার সুজানগর থানা এলাকার মোবারকপুর গ্রামের ট্রাক চালক মোঃ এরশাদ শেখ (৪০) ও মোবারকপুর গ্রামের মজনু প্রামানিকের ছেলে ট্রাকের হেলপার মোঃ গিয়াস প্রামানিক (২০)।

 

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে বাইপাস সড়কের মুরাদপুরে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ঢাকা মেট্রো-ট-১৫-০৫৮২ ও ঢাকা মেট্রো-ট-১৮-০৩৪৭ নাম্বারের দুটি ট্রাক ভর্তি ৭৩৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় চিনির মূল্য অনুমান ৪৪ লক্ষ ১০ হাজার টাকা।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের পূর্বক আসামীদের আদালতে র্সোপদ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com