সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৫১ প্রার্থীর জামানত প্রত্যাহার করা হয়েছে। এরমধ্যে দু’জন চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন সংরক্ষিত পদের ও ৩৬ জন সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বিতাকারী রয়েছেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পাওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে। সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম এমন তথ্য দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, জামানত হারানো প্রার্থীদের মধ্যে ১০টির কম ভোট পেয়েছেন ৩৭ জন। ১০ জন প্রার্থী কোনো ভোটই পাননি।
জামানত হারানো দুই চেয়ারম্যান প্রার্থী হলেন- জিয়াউদ্দিন আহমদ লালা ও ফখরুল ইসলাম। জিয়াউদ্দিন আহমদ লালা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট ও ফখরুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১০ ভোট। জামানত রক্ষার জন্য তাদের প্রয়োজন ছিল ১৭৭ ভোট।
১নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদের ১৩ প্রার্থীর মধ্যে নুরুন্নেছা হেনা (দোয়াত-কলম) ৭ ভোট, পাপিয়া চৌধুরী (টেবিল ঘড়ি) ৮ ভোট, রেহানা ফারুক শিরিন (কম্পিউটার) ১২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামানত রক্ষায় তাদের প্রয়োজন ছিল ২৯ ভোট।
২নং ওয়ার্ডে খোদেজা রহিম কলি (দোয়াত-কলম) ১৩ ভোট, মিসেস হামিদা খান (বই) ১০ ভোট, মোছা. আছমা বেগম (টেবিল ঘড়ি) ৪ ভোট ও মোছা. মনোয়ারা বেগম বিনা (কম্পিউটার) ৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামানত রক্ষায় তাদের প্রয়োজন ছিল ৩৮ ভোট।
সাধারণ সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে ৯ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, গুলজার আহমদ (বৈদ্যুতিক পাখা) ৬ ভোট, মো. কামরান হোসেন (তালা) ৫ ভোট ও লোকমান আলী (ক্রিকেট ব্যাট) ৭ ভোট। শামীম কবীর, মো. আনোয়ার হোসেন (বক) ও গোলাম রব্বানী (ঘুড়ি) কোনো ভোট পাননি। জামানত রক্ষায় তাদের প্রত্যেকের প্রয়োজন ছিল ৯ ভোট।
৩নং ওয়ার্ডে গীতা রানী দাস (টেবিল ঘড়ি) ১৩ ভোট ও নুরুন্নাহার ইয়াসমিন (ফুটবল) ১৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামানত বাঁচাতে তাদের প্রয়োজন ছিল ৩৭ ভোট। ৪ নম্বর ওয়ার্ডে আমিনা বেগম (দোয়াত-কলম) ১৯ ভোট, জাহানারা বেগম (মাইক) ১২ ভোট, রোকেয়া আক্তার চৌধুরী (বই) ২২ ভোট ও শিপারা বেগম (টেবিল ঘড়ি) ১২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামানত রক্ষায় তাদের ৩৮ ভোট প্রয়োজন ছিল।
তবে সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে কোনো প্রার্থীকে জামানত হারাতে হয়নি। ৪ নম্বর ওয়ার্ডে শোয়েব আহমদ চৌধুরী (বৈদ্যুতিক পাখা) ২ ভোট পেলেও জামানত রক্ষায় তার প্রয়োজন ছিল ১৩ ভোটের। ৫ নম্বর ওয়ার্ডে মো. জামাল উদ্দিন (হাতি) ও সুভাষ চন্দ্র পাল (টিউবওয়েল) উভয়ে ১২টি করে ভোট পান। কিন্তু তাদের প্রয়োজন ছিল ১৩ ভোট। ৬ নম্বর ওয়ার্ডে মো. আজমল আলী (টিউবওয়েল) ৭ ভোট ও সফিক উদ্দিন (হাতি) ৫ ভোট পেয়েছেন। জামানত রক্ষায় তাদের প্রয়োজন ছিল ১২ ভোট।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি