সিলেটে ৮ ক্রিকেটার নিয়ে শুরু শান্তদের টেস্ট ক্যাম্প

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

সিলেটে ৮ ক্রিকেটার নিয়ে শুরু শান্তদের টেস্ট ক্যাম্প

Manual4 Ad Code

ক্রীড়া প্রতিবেদক :
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।

Manual2 Ad Code

 

রোববার (১৩ এপ্রিল) সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যাম্পের প্রথম দিনের অনুশীলনে দেখা গেছে আট ক্রিকেটারকে। সকাল থেকেই বল হাতে ঘাম ঝরাতে দেখা যায় জাতীয় দলের ৮ ক্রিকেটারকে।

 

Manual5 Ad Code

প্রথম দিনের ক্যাম্পে ছিলেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে। সঙ্গে ছিলেন দলের প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ পুরো কোচিং প্যানেল।

 

মাঠে গড়িয়েছে স্কিল ট্রেনিং, ফিটনেস নিয়ে কাজ করেছেন ট্রেনাররাও। প্রথম দিনে অনুপস্থিত ছিলেন জাতীয় দলের বাকি সাত ক্রিকেটার। তবে জানা গেছে, তারা আজ রাতেই দলের সঙ্গে যোগ দেবেন সিলেটে।

 

Manual8 Ad Code

প্রথমে ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এই প্রস্তুতি ক্যাম্প। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ব্যস্ততার কারণে তা একদিন পিছিয়ে নেওয়া হয়। ডিপিএলের ম্যাচ শেষ করেই শনিবার রাতে সিলেটের পথে রওনা দেন প্রথম ধাপের ক্রিকেটাররা।

Manual6 Ad Code

 

টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

 

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি টাইগাররা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ দিয়ে নতুন করে শুরু করতে চায় শান্ত-তামিমরা।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code