সিলেট আইইউ’র হাবিব হত্যা মামলায় ছাত্রলীগের ৮ নেতকর্মী শ্রিঘরে

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

সিলেট আইইউ’র হাবিব হত্যা মামলায় ছাত্রলীগের ৮ নেতকর্মী শ্রিঘরে

Sylhet-habib-pic
সুরমা মেইল নিউজ : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরসহ ৮ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বুধবার সিলেট মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক সাইফুজ্জামান হিরো তাদের।

আসামীরা হলেন, হোসাইন আহমদ সাগর, আবদুল আউয়াল আহমদ, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ, ময়নুল ইসলাম।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ বলেন, কাজী হাবিবুর রহমান হত্যা মামলার ৮ আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি অভ্যন্তরিণ বিরোধের জের ধরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরের নেতৃত্বে একই দলের কর্মী কাজী হাবিবুর রহমানের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন হাবীব। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরদিন বুধবার দুপুরে নিহত হাবিবের ভাই কাজি জাকির হোসেন বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১১জনকে আসামি করা হয়।

এ হত্যাকান্ডের মামলার আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, সুবায়ের আহমদ সুহেল, ময়নুল ইসলাম রুমেল, তুহিন আহমদ, নাহিদ হাসান, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com