সিলেট ‘আছাফ’র উদ্দ্যেগে বটেশ্বরে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

সিলেট ‘আছাফ’র উদ্দ্যেগে  বটেশ্বরে শিক্ষা উপকরণ বিতরণ
pic  sylhet 06.02.2016

সিলেট ‘আছাফ’র উদ্দ্যেগে বটেশ্বরে শিক্ষা উপকরণ বিতরণ

সুরমা মেইল নিউজ : যেখানে অসহায় শিক্ষার্থী সেখানেই আলোপথ, অসহায় শিশুদের ভবিষ্যত গড়বে আলোর পথ এ শ্লোগান নিয়ে কয়েক ক্ষুদে মানবের যাত্রা শুরু করে আজ মানব কল্যানে নিরোলস ভাবে কাজ করে যাচ্ছে সিলেট বটেশ্বর আলোরপথ ছাত্রকল্যান ফোরাম (আছাফ), ফোরামের সদস্যদের কাছ থেকে সংগৃত অর্থ দিয়ে এবং নিজেদের কষ্টে অর্জিত টাকা দিয়ে এলাকার অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিলি করে এক নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করলো এ ফোরামটি। ফোরামটির প্রতিপাদ্য হচ্ছে, শিক্ষাই জাতীর মেরুদন্ড, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত,মানুষ মানুষের জন্য এসব শ্লোগান অন্তরে লাল করা স্বপ্ন পূরণ করতে চায় ফোরমটি, তবে প্রয়োজন এখন সমাজের বৃত্তবানদের একটু সহানুভতি আর সহযোগীতা। আপনি হতে পারেন আমাদের সহযাত্রী এমন প্রত্যায় ব্যাক্ত করলেন ফোরামের সকল সদস্য আমরা ও পারি অসহায়ের পাশে থেকে সমাজের কল্যানে কাজ করতে। এসব অঙ্গিকার নিয়ে আজ শনিবার শহরতলীর তুরিয়ানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ফোরামটি। বিতরনী অনুষ্টানে তাদের পাশে এসে দাড়ান এলাকার বিশিষ্ট মুরব্বি ডাক্তার এনামূর রহমান চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো: হানিফসহ গোয়ানঘাট এলাকার শিক্ষানুরাগী কাজী আবসের আলী। সে সময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা রানী রায়, সহকারী শিক্ষিকা গুলসান আরা বেগম, কংকন প্রভা দাশ, সুল্করানী গোয়ালা, সুলতানা রাবেয়া জুবেরী. নিলিমা আক্তার লস্কর,পলি চক্রবর্তীসহ আছাফ’র সভাপতি ইমরান হোসেন ইমরান, সাধারণ সম্পাদক কাজী বদরুল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি ফয়েজ, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, কোষাদক্ষ্য রিয়াদুল করিম, রমজান আলী, ইব্রাহিম হোসেন, তুওহিদুল ইসলাম রাহি, নাজমুল ইসলাম, মোঃ সামাদ সালাম, জালাল আহমদ জয়, নুরুল ইসলাম, আরিফ চৌধুরী, আনিসুর রহমান, তাজ উদ্দিন আহমদ,আলী আসলাম, ফাহিম আহমদ, হাসান, হাবিব শাহেদসহ এলাকার গুণ্যমান্য ব্যাক্তিবর্গ। (প্রেসবিজ্ঞপ্তি)

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com