সিলেট আদালতের ২ পিপির কক্ষে তালা

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

সিলেট আদালতের ২ পিপির কক্ষে তালা

সুরমামেইল ডেস্ক :
বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যের অভিযোগ এনে সিলেটে দুই পাবলিক প্রসিকিউটরের (পিপি) কক্ষে তালা দিয়েছেন আইনজীবীরা।

 

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা এ তালা লাগান।

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এ টি এম ফয়েজের কক্ষে তালা দেওয়ার পাশাপাশি তাদের নিয়োগ বাতিলের দাবি জানান বিএনপি সমর্থক আইনজীবীরা

 

এ তথ্য নিশ্চিত করে অ্যাডভোকেট সাঈদ আহমদ বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়নের অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে তারাই পিপি পদে নিয়োগ পেয়েছেন। আন্দোলন সংগ্রামে তাদের কোনও ভূমিকা ছিল না। আমাদের দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে।

 

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর সিলেটের সকল কোর্টে পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে দুই পাবলিক প্রসিকিউটরের (পিপি) অপসারণ চেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আন্দোলন করে আসছেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com