সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : নগরবাসীর নিরাপত্তায় এবার পবিত্র ঈদুল ফিতরের জামাতে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে জায়নামাজ ছাড়া আর কোন কিছু নিয়ে যাওয়া যাবে না। মঙ্গলবার বিকালে শাহী ঈদগাহ ময়দান ও আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান এমন তথ্য জানিয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উাল্লাহ বলেছেন- কোনরকম ব্যাগ নিয়ে শাহী ঈদগাহে নামাজ পড়তে না আসতে অনুরোধ করা হচ্ছে সিলেট মহানগর পুলিশ’র (এমএমপি) পক্ষ থেকে।
নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারো সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চাঁদ না দেখা যাওয়ায় বৃহস্পতিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
Design and developed by ওয়েব হোম বিডি