সিলেট ওসমানী বিমানবন্দরে জাপা নেতা জাকিরকে সংবর্ধনা

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

সিলেট ওসমানী বিমানবন্দরে জাপা নেতা জাকিরকে সংবর্ধনা

সুরমা মেইল নিউজ :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সিলেট জেলা সভাপতি এম. জাকির হোসেনকে।

বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছলে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান।

সংবর্ধনায় জাপার কেন্দ্রীয় সদস্য এম. জাকির হোসেন বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের মানুষের স্বপ্ন পূরণে নিজেকে উৎসর্গ করেছেন। এরশাদ ও জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত সিলেটের মাটিতে আগামী ১ অক্টোবরের সমাবেশ সফলে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

সম্প্রতি জাতীয় পার্টির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে এম. জাকির হোসেন সদস্য হিসেবে মনোনীত হন। যুক্তরাজ্য প্রবাসী জাকির সেদেশে একজন শিল্পদ্যোক্তা হিসেবে পরিচিত।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা এম এ মতিন চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. মোরশেদ খান, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী, ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা রিমন আহমদ চৌধুরী, মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক বরকত আলী, সদস্য সচিব ইউসূফ শেলু, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ সভাপতি হেলাল আহমদ তালুকদার, জেলা শ্রমিকপার্টির আহ্বায়ক তোফায়েল আহমদ তাপাদার, সদস্য সচিব শামস উদ্দিন বাবুল, জেলা ছাত্র সমাজের সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক আল আমিন, মহানগর শ্রমিক পার্টির সাবেক সভাপতি মাইনুল ইসলাম হাওলাদার, ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্য জুবের আহমদ, জেলা যুব সংহতির দপ্তর সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জকিগঞ্জ উপজেলা যুবসংহতির আহ্বায়ক শাহ আলম, মহানগর যুব সংহতি নেতা জাকির আহমদ চৌধুরী, শ্রমিক পার্টি নেতা আলী আহমদ, ছাত্রসমাজ নেতা সালমান আহমদ, রুহুল আমিন চৌধুরী, শাহেদ আহমদ, শহীদ আহমদ, আবদুল কাইয়ূম, ফয়ছল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com