সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী
1437936051
সুরমা মেইলঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন ছাত্রী হলে জাতীয় বৃক্ষ আম গাছের চারা লাগানোর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম।

এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিক, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. এ. এফ. এম. সাইফুল ইসলাম,  মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাব উদ্দিন, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নূর হোসেন মিয়া, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল বাসেত, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম, পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মো. আনিসুর রহমান, পরিচালক (শারীরিক শিক্ষা) মো. ছানোয়ার হোসেন মিয়া, (প্রশাসন) প্রকৌশলী মো. ফয়জুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com