সিলেট খাদিমনগরে ৪৫ বোতল মাদক উদ্ধার করেছে র‌্যাব আটক ২

প্রকাশিত: ৪:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৫

সিলেট খাদিমনগরে ৪৫ বোতল মাদক উদ্ধার করেছে র‌্যাব আটক ২
Bateshwar
সুরমা মেইল : সিলেট শহরতলীর খাদিমনগর বটেশ্বর এলাকায় র‌্যাব’র  অভিযানে দুই যুবকসহ ৪৫ বোতল মাদক আটক করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-৯ এর মেজর এসএ এম ফখরুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো- সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ঘোড়া মারার মৃত মদরিস আলীর ছেলে মনসুর উদ্দিন (২১) ও গোয়াইনঘাট থানার নন্দিগ্রামের আবদুল ওয়াহিদের ছেলে ফজলুর রহমান (১৮)।

তাদের কাছ থেকে ১৭ বোতল অফিসার্স চয়েজ, ১৮ বোতল এসি ব্লাক হুইস্কি ও ১০ বোতল রোমানোভ মদ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com