সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগ

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক স্মারকে নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, বাণিজ্য সংগঠন মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী, প্রশাসক ১২০ দিনের মধ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

 

আদেশে আরও উল্লেখ করা হয়, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২২-২৩ মেয়াদি পরিচালনা পরিষদের সভাপতিসহ পাঁচ সদস্য পদত্যাগ করেন। পরবর্তীতে চেম্বারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলেও পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বিধায় প্রাক্তন দুজন সহসভাপতিসহ আরও ছয় সদস্যের অভিযোগের প্রেক্ষিতে সভাপতি বরাবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চেম্বারের পুনর্গঠিত পর্ষদ কারণ দর্শানোর সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেনি।

 

Manual4 Ad Code

চেম্বারের চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ পরিস্থিতিতে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ভূমিকা রাখতে পারছে না বলেও আদেশে উল্লেখ করা হয়।

 

Manual8 Ad Code

এর আগে, ২ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের জন্য সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান পর্ষদকে ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় রোববার তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এই কর্মসূচিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা। দাবি না মানা হলে ব্যবসায়ীরা বৃহস্পতিবার কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুশিয়ারি দেন। তবে আল্টিমেটামের দুদিনের মাথায় প্রশাসক দেওয়া হলো সিলেট চেম্বারে।

Manual2 Ad Code

 

পরিচালনা পর্ষদের সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন ২০২২ এর ১৭ (১) অনুযায়ী ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে না মর্মে প্রতীয়মান হয়। তাই সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবসা বাণিজ্যে ও চলমান অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন -২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা -১৯৯৪, কোম্পানি আইন-১৯৯৪ ও সংগঠনের স্মারক, সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক।

 

Manual2 Ad Code

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সিলেট চেম্বার অব ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আত্মগোপনে চলে যান। এরপর ভারপ্রাপ্ত দিয়ে চলে ব্যবসায়ীদের সংগঠনটি। পরে চেম্বারের সদস্যদের দাবির মুখে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্টসহ পাঁচ সদস্য পদত্যাগ করেন। তাতে অচলাবস্থার সৃষ্টি হয়। এই বাস্তবতায় চেম্বারের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code